ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় কর্মমূখী শিক্ষায় স্বাবলম্বী হয়ে উঠছে ক্ষতিগ্রস্থরা


পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য চান্দুপাড়া গ্রামের কৃষক আলী আকবর এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বন্দর নির্মাণে তার চাষের জমি অধিগ্রহণ করায় কৃষি ছাড়া অন্য কোনও কাজ না শেখায় কর্মহীন হয়ে পড়েন। তার এ বেকারত্ব দূর করতে এগিয়ে আসে পায়রা বন্দর কর্তৃপক্ষ। তিন মাসব্যাপী পাইপ-ফিটার বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পায় সে।

তার মতো রজপাড়া গ্রামের শাওন আহমেদসহ এমন কর্মহীন ৫০ পরিবারের সদস্য পাইপ-ফিটার প্রশিক্ষণ দেওয়ায় এখন তারা কর্মমূখী হওয়ায় পরিবারের মুখে হাসি ফুটেছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়রের (ডরপ) তত্বাবধানে এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়ার বানাতিবাজার প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

ডরপ-এর ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালুয়া    ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, পায়রা বন্দরের উপ-প্রকল্প পরিচালক লে. কমান্ডার আদনান আবির নাঈম, সহকারী পরিচালক মুহা. আশরাফ উজ্জামান (বাপ্পী) প্রমুখ।

প্রশিক্ষণ শেষে কৃষক আলী আকবর বলেন, জীবনেও ভাবিনি পাইপ-ফিটারের কাজ শিখতে পারবো। ডরপ-এর প্রশিক্ষকরা খুব অল্প সময়ে তাদের সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ায় এখন তারা প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই কাজ শুরু করেছেন। প্রতিদিন গড়ে ৫০০-৭০০ টাকা উপার্জন করছেন। এখন আর তাদের পরিবারে কোনও কষ্ট নেই। একই কথা বলেন অন্য প্রশিক্ষনার্থীরা।

উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, তিন মাসের প্রশিক্ষণেই সবাই কর্মমূখী হয়েছে বিষয়টি খুবই আনন্দের। এ পরিবারগুলো এ প্রশিক্ষণ শেষে এখন নিজেরাই নিজেদের কর্ম খুঁজে পাবে তাদের দক্ষতায়। কলাপাড়ায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহজেই তারা কাজের সুযোগ পাবে। তিনি এজন্য ডরপ’র প্রশংসা করেন।

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্থ চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১০৬টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন আয়বর্ধক কাজে নিয়োজিত রয়েছে। এ পাইপ-ফিটার প্রশিক্ষণের মাধ্যমে সবাই কাজের সাথে যুক্ত হয়ে আয় করতে শুরু করেছে।

এমকেআর/সিবি/এডিবি/