ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন আবাসনে বাউন্ডারি ওয়ালের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে কাজ করার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীম ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতরা ইউনিয়নের রামকেশব গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

আবাসনের নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স জেনস ইন্টারন্যাশনালের প্রকল্প প্রকৌশলী মো. আলহাজ খান জানান, 'প্রায় দেড় বছর ধরে শামীম নির্মাণাধীন আবাসনে রড বাঁধা শ্রমিকের কাজ করতেন। আজ হঠাৎ বৃষ্টি শুরু হলে সে কাজ বন্ধ করে নিজেদের থাকার ঘরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তারা তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।'

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এমকেআর/এডিবি/