ন্যাভিগেশন মেনু

কালকিনিতে আগুনে পুড়লো নগদ টাকাসহ ১০ লাখ টাকার সম্পদ


মাদারীপুরের কালকিনি উপজেলায় আগুন লেগে নগদ ৩ লাখ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভুরঘাটার মজিদবাড়ি এলাকায় বিসমিল্লাহ বেকারিতে ভোর তিনটায় কর্মচারীরা কাজ শুরু করেন। কাজ শেষ করে সকালে সবাই বের হয়ে নাস্তা খেতে যান। শুধু বেকারির মালিক অসুস্থ থাকায় তিনি বেকারিতে শুয়ে ছিলেন। সকালের দিকে তার শরীরে গরম লাগলে তিনি উঠে আগুন দেখতে পান। তিনি চিৎকার দিলে লোকজন আগুন নেভাতে আসেন। এরমধ্যে পাশে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্হুতের মধ্যে চার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরমধ্যে বেকারিতে থাকা নগত তিন লাখ টাকা, ফ্রিজ, ময়দা মিক্সার ম্যাশিন, ফ্যান, বিভিন্ন ডাইসসহ কয়েকটি মেশিন আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক দশ লাখ টাকার ক্ষতি হয়।

বেকারির মালিক মেহেদী হাসান বলেন, 'কারেন্টের মিটার থেকে আমার ঘরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। আমি লোন ও ধারদেনা করে বেকারিটি করেছি আবার আরেকটি নতুন ঘর করে নতুন মেশিন আনার জন্য ধার করে টাকা এনে বেকারিতে রেখেছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেলো। আমি এখন পথের ফকির। এখন দেনা দিবো কি করে, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বাচবো।'

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনাটি শুনেছি আমরা। তাকে সরকারিভাবে সহায়তা করা হবে।

সিবি/এডিবি/