ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে আল-কায়দার শাখা সংগঠনের ৭ জঙ্গি নিহত


ভারতের ‌কাশ্মীরে জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য পেলো ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ও ত্রাল সেক্টরে সাত জঙ্গিকে হত্যা করেছে সেনাবাহিনী। জঙ্গিরা আল কায়দার শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দু'পক্ষের মধ্যে সংঘর্ষে কোনও সেনার মৃত্যু হয়নি। তবে চার সেনা আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি দমনে সেনা অভিযান চালানো হয়।

জঙ্গিরা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের তরফে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পন করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়।এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনও ক্ষতি না হয়। দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় দুই জঙ্গি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের পেছনে ধাওয়া করে পুলওয়ামার ত্রালে তাদের গুলিকরে হত্যা করা হয়।

পুলিশ জানায়, নিহত জঙ্গিদের মধ্যে সংগঠনটির প্রধান ইমতিয়াজ শাহ রয়েছেন বলে জানা গেছে।পুলিশের এক কর্মকর্তা জানান, এই অভিযানের মাধ্যমে আনসার গাজওয়াত-উল-হিন্দ সংগঠনকে পুরোপুরি নির্মুল করে দেওয়া সম্ভব হলো বলে মনেকরা হচ্ছে।

এডিবি/