ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনাসহ নিহত ১১


ভারতের জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাসহ ১১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পাকিস্তানি সেনাদের ছোড়া শেলের আঘাতে নিহত হয় এক ভারতীয় সেনা। এ নিয়ে বিএসএফের এক অফিসারসহ পাঁচ জওয়ান নিহত হয়েছেন। এ ছাড়া একইদিনে এই হামলায় আরও ছয়জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার দিনভর একাধিক সেক্টরে বিনা প্ররোচনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তান। যার জেরে এই প্রাণহানি।

এদিকে, ভারতের সেনাদের হামলায় পাকিস্তানের দুই এসএসজি কম্যান্ডারসহ আট সেনা নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, কোনও প্ররোচনা ছাড়াই শুক্রবার জম্মু-কাশ্মীরের গুরেজ ও উরি সেক্টরে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকসেনা গোলাবর্ষণ করেছে। পুরনো কৌশলে ভারতীয় সুরক্ষা বাহিনীকে গোলাগুলিতে ব্যস্ত রেখে, সেই সুযোগে জঙ্গি অনুপ্রবেশ করানোর ধান্দায় ছিলো পাকিস্তান। কিন্তু, সে উদ্দেশ্য বানচাল করে দেয় ভারত। এর পরেই পাক মদতপুষ্ট জঙ্গিদের সুবিধা করতে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। যার জেরে শহিদ হন ৫ সেনা।

শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পাকিস্তান মর্টার ছাড়াও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে টার্গেট করা হয়েছিলো। 

তিনি নিশ্চিত করেন, পাকিস্তানের বাংকার, লঞ্চপ্যাড ছাড়াও ফুয়েল ডাম্পসগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ভারী গোলাবর্ষণে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ৫ জন। 

পাকিস্তানের অভিযোগ, ১৩ নভেম্বর একাধিক সেক্টর থেকে ভারত বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। যার জেরে এক পাকসেনা নিহত হয়েছেন। পাঁচ জন ঘায়েল হয়েছেন। ওই বিবৃতিতেই দাবি করা হয়, চার পাকিস্তানি নাগরিকও ভারতীয় গোলাবর্ষণে নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১২ জন।

এডিবি/