ন্যাভিগেশন মেনু

কুয়াকাটায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা জেলেপল্লীর অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটায় বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৭ আর্টিলারি ব্রিগ্রেডের ৪৯ ফিল্ড রেজিমেন্টের সেনাসদস্যরা।

সেনাবাহিনীর নিজস্ব খাদ্যভান্ডার থেকে লে. কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলামের উপস্থিতিতে কুয়াকাটা সৈকতঘেষা জেলেপল্লীর প্রতিটি বাড়িতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

৬৫ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা ও করোনার প্রভাবে লকডাউনে এ ছিন্নমূল জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিল। সেনাবাহিনীর পক্ষথেকে এ খাদ্যসহায়তা পেয়ে খুশি প্রতিটি পরিবার।

লে. কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, যেকোনো দূর্যোগ ও মহামারিতে সেনাবাহিনী মানুষের পাশে থাকে। তাই তাদের খাদ্যরসদ থেকে প্রথম দফায় ৫০ পরিবারকে চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তাদের এ কর্মকাণ্ড চলমান থাকবে।

এমকেআর/সিবি/এডিবি/