ন্যাভিগেশন মেনু

খুলনায় লাইসেন্স ছাড়া ইজিবাইক চলবে না: কেসিসি মেয়র


নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি মহানগরী খুলনার সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম শুরু করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

রবিবার (৪ অক্টোবর) খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরের নগরীর ৭ হাজার ৮৯৩টি ইজিবাইকের লাইসেন্স প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় ১ ও ২ নম্বর ওয়ার্ডের ১ থেকে ৩৭২ নম্বর পর্যন্ত ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স বিতরণ করা হয়।

ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স প্রদান উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, লাইসেন্স ছাড়া কোন ইজিবাইক নগরীতে চলতে দেওয়া হবে না। বাহির থেকে কোন ইজিবাইক শহরে ঢুকতে না পারে সে বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে। সকল ইজিবাইক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে হবে। যারা নিবন্ধন করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লাইসেন্স দেওয়া হবে।

নগরীর ৩১টি ওয়ার্ডের ব্যাটারিচালিত ইজিবাইক লাইসেন্সগুলো দুই ভাগে দেওয়া হচ্ছে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠ এবং বয়রা বিভাগীয় কমিশনার মাঠ থেকে ইজিবাইকের এ লাইসেন্স বিতরণ করা হবে।

লাইসেন্স প্রদানকালে ইজিবাইকের ফিটনেস এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য ২০১৯ সালের ২১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইজিবাইকের লাইসেন্স ফরম বিক্রি ও আবেদন জমা নেওয়া হয়।

লাইসেন্স ফি বাবদ ১০ হাজার টাকা এবং প্রতিবছর নবায়ন ফি ১ হাজার ৭০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়মে ৮ হাজার ২২২টি ফরম বিক্রি হয়। পরবর্তী সময় যাচাই-বাছাই শেষে ৭ হাজার ৮৯৩টি ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়।

এস এ /এডিবি