হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছে। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ৬৯ হাজার ৭৩৭ ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন।
এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯,৭৩৭ জন আহত হয়েছে।