ন্যাভিগেশন মেনু

গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল


ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। বিজয় রুপানির পদত্যাগের একদিন পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়।

হিন্দুস্তান টাইমস জানায়, রবিবার (১২ সেপ্টেম্বর) সর্বসম্মতিক্রমে ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নেওয়া হয়েছে। তিনি গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লাখ ১৭ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজয় রুপানি।

২০১৭ সালে দ্বিতীয়বারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয় রুপানি। ২০১৬ সালে আনন্দীবেন প্যাটেলের ইস্তফার পর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন রুপানি।

এরপর তার নেতৃত্বে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে গুজরাতে ফের ক্ষমতায় আসে বিজেপি। এরপর তিনিই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

এডিবি/