ন্যাভিগেশন মেনু

গুলির লড়াইয়ে খতম তিন পাকিস্তানি জঙ্গি, শহিদ ৩ ভারতীয় জওয়ান


কাশ্মীর ভূস্বর্গে অনুপ্রবেশের সময় তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে।

মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও দুটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে রবিবার সকালে কুপওয়ারা জেলার কেরন সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও বিএসএফ।

উভয়পক্ষের লড়াইয়ের ফলে বিএসএফের একজন ও ভারতীয় সেনার দু’জন জওয়ান শহিদ হন। মৃত বিএসএফ কনস্টেবলের নাম সুদীপ সরকার বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার মাঝরাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিলৎ সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন সীমান্তে কর্তব্যরত জওয়ানরা।

পরে ওই সন্দেহজনক ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ -এর চেষ্টা করলে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করেন।

কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর রণে ভঙ্গ দিয়ে এলাকা ছেড়ে পালায় ওই লোকগুলি। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় সীমান্তের মধ্যে তিন পাকিস্তানি জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একে-৪৭ রাইফেল ও দুটি ব্যাগ উদ্ধার হয়েছে।

এপ্রসঙ্গে এক সেনা আধিকারিক জানান, জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশে চেষ্টা করছিল। কিন্তু, ভারতীয় নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযানের ফলে তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের তিন জঙ্গিকেও খতম করেছেন জওয়ানরা

এস এস