ন্যাভিগেশন মেনু

ঘোড়াঘাটে ‘আল্লাহর দলে’র ৩ সদস্য পাকড়াও


ঢাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি‘র চার সদস্য ও দেশের উত্তরের জনপদ জেলা দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে  এলিট ফোর্স র‌্যাব।

ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারের একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের ঘোড়াঘাট থানায় সোপর্দ করে র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প।

‘আল্লাহর দলের গ্রেফতাররা হল- নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২), বিপ্লব হোসেন (৩৩) এবং মওলা মিয়া (৪০)।তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। 

এদিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি বিশেষ দল। 

গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুরের মো. জিহাদুল ইসলাম (২৫), নরসিংদীর মো. রাফী আহমেদ ভূঁইয়া (২৬), ঈশ্বরদীর মো. আল-আমিন (২২) এবং নোয়াখালীর আকবর হোসেন হৃদয় (২৩)। 

র‌্যাবের  জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে।  এছাড়া দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করার কথাও স্বীকার করে। 

এস এস