ন্যাভিগেশন মেনু

ফরিদপুর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পথনাটক


ফরিদপুরে প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্য আরবান পওর এর যৌথ উদ্যোগে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর পৌরসভা ভাজনডাঙ্গা আদর্শ গ্রামে কয়েকশ' নারী পুরুষ ও শিশুরা নাটকটি উপভোগ করেন।

সম্মিলিত প্রচেষ্টায় রচিত ব্যাতিক্রমধর্মী সচেতনতামূলক এই পথনাটকটি নির্দেশনায় ছিলেন এস এম পলাশ খান ও প্রযোজনা করেছেন বিনোদন নাট্য দল।

নাটকটি সমন্বয় করেন সোসাইটি ফর দ্য আরবান পওর এর সোস্যাল মোবিলাইজেশন ফ্যাসিলেটর জিয়াউর রহমান।

উল্লেখ্য, ফরিদপুর পৌরসভা মানুষের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে  জনগনকে সচেতন করতে ১২ পর্বের পথ নাটকের গতকাল ছিল শেষ পর্ব।

এ নাটকে ১০ জন অভিনয় করেন। নাটক শেষে নাটকের বিষয়বস্তুর উপর উপস্থিত জনতার মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসএম/ওয়াই এ/এডিবি