NAVIGATION MENU

চট্টগ্রামে সিটি হেলথে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪


চট্টগ্রামে পাঁচ মাস আগে গর্ভপাতের সময় এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় সিটি হেলথ হাসপাতালের মালিক ও নার্সসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিএমপি) উপ-কমিশনার এসএম মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন - হাসপাতাল মালিক হারুন অর রশিদ, নার্স অলকা পাল, গীতা দাস ও সাবিনা ইয়াসমিন। 

মেহেদী হাসান জানান, মে মাসে কলেজ ছাত্রী রিফাত সুলতানাকে চিকিৎসক ছাড়াই কয়েকজন নার্স সিটি হেলথ হাসপাতালে গর্ভপাত করান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হাসপাতাল মালিকের নির্দেশে এম আর করানো হতো বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নার্স অলকা পাল। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে দাফনে বাধ্য করা হয়েছিলো।

কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত এবং ক্লিনিক মালিক ও নার্সসহ ৪ জনকে গ্রেপ্তারের পর বের হয়ে আসে এসব তথ্য।

সিবি/এডিবি