ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে ৫০ রোহিঙ্গা আটক


বাংলাদেশ পোস্ট অনলাইন ডেস্ক: কক্সবাজার শরণার্থী শিবির থেকে পালিয়ে যাওয়া ৫০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে তাদের শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি, সার্কিট হাউস এবং আউটার স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। সিএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রোহিঙ্গারা শরণার্থী শিবির থেকে পালিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়।

তারা দিনে ওই এলাকায় ভিক্ষা করে বেড়ায়। স্থানীয়দের অভিযোগ, এসব রোহিঙ্গা বিভিন্ন রেস্টুরেন্ট, শিশুপার্ক এবং পথচারীদের ভিক্ষা দেওর জন্য টানাটানি করে।  অভিযানে ৫৪ জনকে আটক করা হয়।

তাদের মধ্য থেকে যাছাই-বাছাই করে ৫০ জনকে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজারের ৩১টি ক্যাম্পে নতুন ও পুরনো মিলিয়ে বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে নির্বিঘ্নে রাখতে সেনাবাহিনী ও স্থানীয় বেসামরিক প্রশাসন চেষ্টা চালাচ্ছে। দুর্যোগ মৌসুম শুরুর আগমুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও কাজ করছে প্রশাসন।