ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম রেড ক্রিসেন্টে থেরাপি মেশিন হস্তান্তর


জেমিসন রেড ক্রিসেন্টে রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম পক্ষ থেকে ফটোথেরাপি মেশিন হস্তান্তর রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে কার্যক্রম যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন ফটোথেরাপি মেশিন হস্তান্তর করা হয়েছে। 

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার ফটোথেরাপি মেশিন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের নিকট হস্তান্তর করেন রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম নেতৃবৃন্দ।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন চৌধুরী রুমেলের সভাপতিত্বে ও রাইসুল ইসলাম চৌধুরী এমিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইকুইটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান আকবর হোসেন, রোটারিয়ান সিরাজুদ্দৌলা, রোটারিয়ান এস এম সাইফুল কাদের, রোটারিয়ান ওয়াহিদুজ্জামান, রোটারিয়ান উজ্জ্বল বড়ুয়া, রোটারিয়ান জসিম উদ্দিন খান, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান ফজলুল করিম, রোটারিয়ান মধুসুদন দত্ত, রোটারিয়ান নাছির উদ্দিন, রোটারিয়ান হাছিনা ইসলাম, রোটারিয়ান আফিয়া খাতুন, ডা. নাজ সোহানী, শহিদুল ইসলাম পিন্টু, আব্দুল মান্নান, আশরাফুদ্দৌলা সুজন। হস্তান্তর অনুষ্ঠানে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম মানবিক কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় আজকে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে ফটোথেরাপি মেশিন হস্তান্তর মেশিনটা সংযোজন করে এই হাসপাতালের গতি বেড়িয়েছে। তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই মানবিক কাজে রোগীরা উপকৃত হবে। রোটারিয়ানরা মানবিক কাজ করছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই সমাজের একটি পরিবর্তন সম্ভব। রেড ক্রিসেন্ট চক্ষু, ডায়ালাইসিসি বিভাগ শুরু করবো।