ন্যাভিগেশন মেনু

চলছে শীতের দুর্দান্ত ব্যাটিং, দোসর ঘন কুয়াশা


শীতের বার্তা ভালই টের পাচ্ছেন খোদ ঢাকার মানুষও। এবার শীতের দোসর ঘন কুয়াশায় চাদরে মুড়েছে রাজধানী শহর ঢাকা। গত তিনদিন ধরে সূর্যি মামারও দেখা নেই।

এই অবস্থায় নগরবাসী সোয়েটার-চাদর-মাফলার  জড়িয়ে গরম চায়ে চুমুক দিয়ে ঠান্ডা উপভোগ করছেন। কুয়াশার ভীড়ে কাজে নামার আগে খানিক ‘ওয়ার্ম আপ’ করে নেওয়ার মতো! তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। দেরিতে হলেও দেশ জুড়ে দাপিয়ে ব্যাটিং করছে শীত। সঙ্গে দোসর ঘন কুয়াশা।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি। দেশের প্রায় সব জেলা কাঁপছে শীতের কামড়ে। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকারই খবর জানিয়েছে হাওয়া অফিস।

শীতের দাপটের পাশাপাশি কুয়াশাও আগামী ৪৮ ঘণ্টা সঙ্গ দেবে। শহর থেকে শহরতলি এমনই কুয়াশার চাঁদরে ঢেকে থাকবে। এই ঘন কুয়াশায় সাবধানতা অবলম্বনের জন্য ফগলাইট ছাড়া বাস চালানো সমীচীন নয়।

তাপমাত্রা প্রায় স্বাভাবিক হতে বড়দিন অবধি অপেক্ষা করতেই হবে। পারদ চড়লেও ঠান্ডার আমেজ ভালই উপভোগ করতে পারবেন সবাই। এই তাপমাত্রা বাড়ার নেপথ্যে আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে দোসর নতুন পশ্চিমি ঝঞ্ঝা। নতুন নিম্নচাপ অক্ষরেখাটি  পূর্ব ভারতে অবস্থান করছে।

এর সঙ্গে রয়েছে পূর্বমুখী পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরেই বড়দিনে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। এই জোড়া ঝঞ্ঝায় উত্তুরে বাতাসের গতি খানিকটা কমবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কাছে এলে জলীয় বাষ্প ঢুকবে। তাতে অকালবৃষ্টি পেতে পারে। ২৭-২৮ ডিসেম্বর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  যার জেরে আবার নতুন করে ঠান্ডা পড়তে পারে।

এস এস