ন্যাভিগেশন মেনু

চাটমোহরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্টজাল


পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্টজাল। 

প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের অমৃতকুন্ডা হাটে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্টজাল প্রকাশ্যে বিক্রি হচ্ছে।

রবিবার (২৭ জুন) সরেজমিনে ওই হাটে গেলে দেখা যায়,  দশ-বারো জন বিক্রেতা দোকান পেতে কারেন্ট জাল বিক্রি করছেন। 

কাছিকাটা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে আব্দুল কুদ্দুস এবং মসিন্দা গ্রামের শফিকুল ইসলাম জানান, প্রতি রবিবার হাটের দিন অন্তত আট থেকে দশজন ব্যক্তি হাজার হাজার টাকার কারেন্ট জাল বিক্রি করেন এ হাটে। 

পৌর সদরের বালুচর মহল্লার সিদ্দিক মিলন জানান, চাটমোহরের নদী, বিল ও খালগুলোতে পানি আসতে না আসতেই এক শ্রেণীর অসাধু মৎসজীবী কারেন্টজাল ও চায়নাজাল পেতে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মা মাছ নিধন করছেন। এ সুযোগ কাজে লাগাতে অসাধু কারেন্টজাল ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম জানান, কারেন্টজাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইকেআর/এসএ/এডিবি/