ন্যাভিগেশন মেনু

চার দশক পর মিললো নিখোঁজ পর্বতারোহীর মরদেহ


চার দশক পর এক পর্বতারোহীর মরদেহ নিউজিল্যান্ডের মাউন্ট অ্যাসপিরিং পাহাড়ে পাওয়া গেছে। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে জর্ডান তার সহযাত্রী মার্ক ওয়েনস্টেইনের সঙ্গে পাহাড়ে উঠতে গিয়ে নিখোঁজ হন।

মঙ্গলবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে। দক্ষিণ আইসল্যান্ডের ওয়ানাকা শহরের একটি উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।

পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু স্থানীয় গণমাধ্যম জিল্যান্ড নিউজ জানিয়েছে টেরি জর্ডান নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনা সত্য।

প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তেরাষ্ট্রে অধ্যয়নরত নিউজিল্যান্ডের নাগরিক মার্ক ওয়েনস্টেইনকে দক্ষিণ-পশ্চিম পর্বত এলাকা থেকে মৃত উদ্ধার করা হয়। তার পাশে দু'টি ব্যাগপ্যাকও পাওয়া যায়।

এরমধ্যে একটি ব্যাগ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে আসা জর্ডানের বলে ধারণা করা হয়। যে পাশের একটি খাঁদে পড়ে গেছে অথবা বরফের নিচে চাপা পড়তে পারে বলে অনুমান করা হয়।

জর্ডান একজন ভূতত্ত্ববিদ, যিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ওয়েনস্টেইন ওই বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ববিদ্যায় প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাউন্ট অ্যাসপিরিং টাইটিটিয়া নামেও পরিচিত। এটি নিউজিল্যান্ডের দীর্ঘতম পর্বতগুলোর একটি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৩৩ মিটার তথা ৯ হাজার ৯৫০ ফুট।

সিবি/এডিবি