ন্যাভিগেশন মেনু

জনসচেতনতা বাড়াতে পুলিশের নাচের ভিডিও ভাইরাল


বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর হাত থেকে মানুষের জীবন রক্ষাকল্পে এগিয়ে এসেছেন সেবাদানকারীরা। করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষ রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। 

মানুষকে সচেতন করতে অনেক পদক্ষেপ নিয়েছে পুলিশ। তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে মজাদার পোস্ট শেয়ার করা এবং জনসমাগম হয় এমন স্থানে পারফর্ম করা। 

জনসচেতনতা বাড়াতে এবার দেখা গেল ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই রেল স্টেশনে জনপ্রিয় গানের তালে নাচছেন একদল নারী পুলিশ সদস্য। এ নিয়ে টুইটারে এ ঘটনার একটি ভিডিও শেয়ার হয়েছে।

এ ঘটনা  চেন্নাইয়ের একাধিক রেলস্টেশনের মধ্যে অন্যতম এমজিআর কেন্দ্রীয় রেল স্টেশনে। সেখানে চেন্নাই রেলওয়ে পুলিশের নারী সদস্যরা স্থানীয় জনপ্রিয় ইনজাই ইনজামি গানের তালে নাচেন। গত ৯ মে তামিল নাড়ুর পিআইবির ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। তাদের অধিকাংশই পুলিশের প্রশংসা করছেন। বলছেন, এমন এনার্জি নিয়ে প্রতিটি দিন শুরু করা উচিত।

ভিডিও:

এস এস