ন্যাভিগেশন মেনু

জীবননগরে অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরন


চুয়াডাঙ্গার ২০১৯-২০২০ অর্থ বছরের ঐচ্ছিক তহবিল থেকে নারীদের সাবলম্বী করতে উপজেলার ৫৫ জন নারীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টার সময় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরন করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া নারীদের সাবলম্বী করতে অগ্রাধিকার ভিত্তিতে নানা কর্মসূচী গ্রহন করেছে। এরই অংশ হিসেবে ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার ৫ ৫জন নারীর মধ্যে সেলাইমেশিন বিতরন করা হলো। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া এ সমস্ত নারীরা সেলাইয়ের কাজ করে পারিবারিক স্বচ্ছলতা আনার জন্য স্বামীদেরকে সহযোগিতা করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে এবং কাজী সামসুর রহমানের উপস্থাপনায় সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

এস এ/ওআ