ন্যাভিগেশন মেনু

জীবননগরে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের অপচেষ্টা


চুয়াডাঙ্গার জীবননগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সরকারি খাস খতিয়ানের জমিতে নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধে দখলকারীরা সীমানা নির্ধারণ করলেও কাঁটা তারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ রেখেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দখলকারীদের বিরুদ্ধে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, ১৯৫৭ সালে এলাকার শিক্ষানুরাগীরা জীবননগর উপজেলার আলিপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। চুয়াডাঙ্গার ডেপুটি কমিশনারের অনুকুলে থাকা ৮২৬নং সিএস খতিয়ানের ৩৩০ দাগের ২৭ শতক জমিতে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ১৯৫৭ সালে ওই জমিতে পিইডিপি-২ ভবন নির্মানসহ ভবনের চারপাশে ফলজ ও বনজ গাছ লাগানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইলার উদ্দীন জানান, 'গত শনিবার ২০-২৫ জনের একদল সশস্ত্র ব্যাক্তি বিদ্যালয়ে চত্বরে ঢুকে জমি মাপজোখ শুরু করেন। তারা কাউকে কিছু না বলে নিজেদের ইচ্ছেমতো ভবনটির পাশে খুঁটি পুতে সীমানা নির্ধারণ করেন। পরে তারা কাঁটাতারের বেড়া লাগানোর চেষ্টা করলে শিক্ষকরা তাতে বাঁধা দিয়ে একমাস সময় চান।

দখলকারী মেহেদী হাসান জানান, তাদের ওই দাগের জমি খারিজ করা কাগজপত্র রয়েছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের জমি দখল করে আসছিলো।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, কেউ যদি সরকারি জমি জবরদখল করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একে/সিবি/এডিবি/