ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে আশ্রম থেকে রাধাকৃষ্ণের মূর্তিসহ অলংকার চুরি


ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কদমতলী মহামিলনী গীতা আশ্রম থেকে রাধাকৃষ্ণের মূর্তি এবং স্বর্ণ ও রুপার তৈরি দুইজোড়া পদুকা এবং নগদ টাকা চুরি হয়েছে।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ১০টার পর সেবায়েতরা আশ্রমে তালা দিয়ে চলে গেলে রাতের যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

রবিবার (২১ মার্চ) সকালে সেবায়েতরা আশ্রমে গিয়ে দেখেন, তালা ভাঙ্গা এবং রাধাকৃষ্ণের মূর্তিসহ পদুকা ও মাটির ব্যাংকটি নেই।

আশ্রমের সাধারণ সম্পাদক ভূপাল চন্দ্র রায় জানান, শনিবার রাতে চোর আশ্রমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে রাধাকৃষ্ণের মূর্তি চুরি করে নিয়ে যায়। এ ছাড়াও সেখানে রক্ষিত একটি মাটির ব্যাংকে জমানো ২০ হাজার টাকা, একটি স্বর্ণের পদুকা যার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা এবং একটি রুপার পদুকা যার মূল্য আনুমানিক সাড়ে ১৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এবং সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিআইবি/সিবি/এডিবি