ন্যাভিগেশন মেনু

ডাসারে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২


মাদারীপুর জেলার ডাসারে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - শুকুর গাজী উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের শফিক গাজীর ছেলে ও নিহত আমির বেপারী একই ইউনিয়নের ধুয়াসার গ্রামের বড়ধনুয়া এলাকার জোরাল বেপারীর ছেলে।

আহতরা হলেন- বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের র্নিমল হালদারের ছেলে লিটু হালদার ও একই গ্রামের চিত্ত হালদারের ছেলে স্বপন হালদার। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঈগল পরিবহনের একটি বাসের। ভ্যানটি ভুরঘাটা থেকে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর আসছিলো। এ সময় ঘটনাস্থলেই মারা যান যাত্রী আমির বেপারী। আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভ্যানচালক শুকুর গাজী। এ ঘটনায় নিহতের স্বজনরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসের চালককে আটকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার নুর মোহাম্মাদ সিকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে একজন মারা গেছেন।

এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ও কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন,আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সড়কদুর্ঘটনায়  নিহতদের মরদেহ উদ্ধার করেছি।আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ঘাতক ঈদল পরিবহন  বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এম এম এইচ আর/এসএ/এডিবি/