ন্যাভিগেশন মেনু

ঢাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে এআইআইবির ঋণ অনুমোদন


ঢাকার প্রায় ১৫ লাখ মানুষের পয়ঃনিষ্কাশন সেবা উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে ১৭ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক  (এআইআইবি)।

সোমবার (২০ এপ্রিল) বেইজিংভিত্তিক অর্থলগ্নি সংস্থাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ঋণ অনুমোদন করা হয়েছে। এআইআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দেশে এই প্রকল্পটি এআইআইবির অষ্টম বিনিয়োগ। এর মাধ্যমে বাংলাদেশে এআইআইবির অনুমোদিত ঋণের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়ালো।

এআইআইবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সংস্থাটি ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়ন করছে। ‘ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্প’ নামে এই ঋণ অনুমোদিত হয়েছে।

এই ঋণ স্যুয়ারেজ ব্যবস্থা, পানি-শোধন ও হার্ড-টু-রিচ এলাকাসমূহের স্যানিটেশন অবকাঠামোতে সরকারি বিনিয়োগকে সহায়তা করবে। এছাড়া জলাবদ্ধতাসহ রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চলে কাজ করা হবে।

এআইআইবির ভাইস প্রেসিডেন্ট, বিনিয়োগ অপারেশনস, ডিজে পান্ডিয়ান বলেন, ‘এ প্রকল্পসমূহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের  অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা দিতে ২০১৬ সালের  জানুয়ারিতে  প্রতিষ্ঠিত হয় বহুজাতিক উন্নয়ন ব্যাংক এআইআইবি।

ওয়াই এ/ এডিবি