ন্যাভিগেশন মেনু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঠ পাচারকালে ৫৩২.৯৮ ঘনফুট চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক


মিরসরাই রেঞ্জের এক বিশেষ অভিযানে অবৈধ কাট পাচারের চেষ্টা বানচান। এসময় পাচারের ৫৩২.৯৮ ঘনফুট চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক।

সোমবার সকালে করের হাটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ নির্দেশে গোপন তথ্যর ভিত্তিতে এক অভিযান চালানো হয়।

মিরসরাই রেঞ্জে কর্মকর্তা মো: শাহানশাহ নেতৃত্বে বন স্টাফসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনার সময় সন্দেহজনক হলে ট্রাক নং- চট্ট:মেট্টো: ট:১১-৮৯৬৪ সংকেত দিয়ে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু সংকেত অমান্য করে ট্রাকটি ঢাকামুখী দ্রুত গতিতে চালাতে থাকে। পরে টহল টিম ট্রাকের পিছনে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে ধুমঘাট চেক স্টেশনের সহযোগীতায় বারৈয়ারহাট এলাকায় ট্রাকটি ধরতে সক্ষম হয় এবং এসময় তল্লাশী করে বিপুল পরিমান গামার চিড়াইকাঠ দেখা যায়। কোন বৈধ চিহ্ন না থাকায় বনজদ্রব্য বোঝাই ট্রাকটি জব্দ করে মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আনা হয়। এতে কাঠ পরিমাপ করে ৫৩২.৯৮ ঘনফুট গামার চিড়াইকাঠ পাওয়া যায়।।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের প্রধান কর্মকর্তা এস এম কায়চার এই সফল অভিযানের জন্য রেঞ্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।