ন্যাভিগেশন মেনু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে সৃষ্টি হওয়া এ যানজট ২-৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করে।

সরেজমিনে দেখা যায়, প্রজ্ঞাপন অনুযায়ী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে সিদ্ধিরগঞ্জের  চিটাগাংরোড থেকে সাইনবোর্ড অংশে থাকা যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত বাসযাত্রী ও চাকুরীজীবীরা। একই সঙ্গে যানজটে শত শত পণ্যবাহী গাড়ি আটকা পড়ে থাকে। 

নারায়ণগঞ্জ ট্টাফিক পুলিশের তথ্যানুযায়ি, ঢাকার দিকে পরিবহনগুলো কম প্রবেশ করতে পারায় এবং মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া আগামীকাল থেকে লকডাউন তাই অতিরিক্ত যাত্রীর কারণে গাড়ির চাপ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক থেকে লিংকরোড (ডাইভারশন রোড) এবং লিংকরোড থেকে নারায়ণগঞ্জ রুটের ভূঁইঘর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা ও চিটাগাংরোডমুখী গাড়িগুলো লিংকরোড আসতে এ যানজটের কবলে পড়ে। অপরদিকে মাতুয়াইল মেডিক্যাল থেকে লিংকরোড পর্যন্তও রয়েছে দীর্ঘ যানজট। 

যানজটে আটকে থাকা ভুক্তভোগী নাজমুল হাসান মাসুদ জানান, চিটাগাংরোডে তিনি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাসে বসে ছিলেন। পরে হেঁটে মাতুয়াইল পৌঁছান। 

আরেকজন ভুক্তভোগী লোকমান হোসেন বলেন, আমি যাত্রাবাড়ী যাওয়ার জন্য সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে লেগুনায়  উঠে দেড়ঘন্টা বসেছিলাম। তীব্র যানজট থাকায় আজকে আর যেতে পারিনি।

নারায়ণগঞ্জ ট্টাফিক বিভাগের টিআই (প্রশাসন)  কামরুল ইসলাম বেগ বলেন, ঢাকার দিকে গাড়ি কম ঢুকছে। তাছাড়া লিংকরোড এলাকায় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ বালু ফেলে রাস্তা সম্প্রসারণের কাজ চালাচ্ছেন। এতে গাড়িগুলো চলছে ধীরগতিতে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

এমএইচএস/এডিবি/