ন্যাভিগেশন মেনু

ঢাবিতে ভর্তি আবেদন ৩ দিন পর ফের শুরু


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ৩ দিন পর ফের শুরু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আবেদন করা গেলেও রোল, রেজিস্ট্রেশন দেওয়ার পরেও লগইন হচ্ছে না, পেমেন্ট নিচ্ছে না কিংবা লগইন করলেও পেমেন্ট স্লিপে ছবি আসছে না। এছাড়াও আবেদনে ভুল দেখানো, ঠিকানার ঘর পূরণ না করতে পারা কিংবা অভ্যন্তরীণ নানা তথ্য দেওয়ায় সমস্যা দেখা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ঢাবির ভর্তি আবেদন প্রক্রিয়া।

এদিকে পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন ভর্তি প্রক্রিয়া পুনরায় সচল করা হয়েছে। শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারছেন। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৫ হাজার আবেদন পড়েছে। এবার আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়েছে। ওয়েবসাইটের সক্ষমতা বাড়াতে আমরা আরও কাজ করছি।

তিনি বলেন, আপাতত শিক্ষার্থীরা যাতে আবেদন করতে পারে সে ব্যবস্থা করেছি। ছবি সংক্রান্ত, পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যাগুলো পাবো আমরা জানি। সমস্যাগুলো সমাধান করতে এ সপ্তাহ লাগবে। এরপর আশাকরি আর সমস্যা হবে না। আর যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো পরবর্তীতে সংশোধন করা যাবে।

তিনি আরও বলেন, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে। যে সময়টা নষ্ট হয়েছে, আমরা এপ্রিল মাসে সেটা পুষিয়ে নেবো অর্থাৎ সময় বাড়িয়ে দেবো। সেইসঙ্গে কোনো শিক্ষার্থীর আবেদনে কোনো সমস্যা হলে বা ভুল থাকলে সেটাও সংশোধন করে নেওয়া যাবে।

প্রসঙ্গত, গত সোমবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। একই তারিখের রাতে কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়।

এস এ /এডিবি