ন্যাভিগেশন মেনু

তাপপ্রবাহ অব্যাহত থাকবে


দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১২ মে) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সীতাকুণ্ড, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, কক্সবাজার, পাবনা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে একই সময়ে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ রাজশাহী, রংপুর ও সিলেট বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমআইআর/ এডিবি