ন্যাভিগেশন মেনু

তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়াতে পারে


মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই তাপমাত্রা বাড়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত ১৫ দিন ধরে প্রতিদিনই দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ঠেকেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চলতি মৌসুমে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আরও ২ দিন ৮ ও ৯ রাজশাহীতে।

আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে, ‘৩৯ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে যদি বাতাসের আদ্রতা বেশি থাকে, তাহলে গরম অনুভব আরও বেশি হয়। তবে এ মৌসুমে আদ্রতা কম থাকার কারণে গরম অনুভব একটু কম হয়েছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, খুলনা, মোংলা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এমআইআর/ এডিবি