পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুফিয়া (৪৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত সুফিয়া চারদিন যাবত নিখোঁজ ছিলেন। পাঁচদিনের মাথায় সোমবার সকালে শরিফুদ্দিন নামের এক প্রতিবেশী পুকুরের পানিতে সুফিয়ার মরদেহ ভাসতে দেখে। পরে প্রতিবেশীদের জানালে তারা তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
সরেজমিনে ঘটনাস্থল ও সুফিয়ার বাড়ি ঘুরে জানা যায়, সুফিয়া খাতুনের স্বামীর নাম আব্দুল খালেক। আব্দুল খালেকের তিন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী অনেক আগে মারা গেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে তার সংসার। তার তৃতীয় স্ত্রী এই সুফিয়া পাথর শ্রমিক ছিলেন। তবে কী কারণে এ মৃত্যু তা জানা যায়নি। বাড়ির সবাই পলাতক হওয়ায় বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, 'আমরা জানতে পেরেছি গত পাঁচদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সকালে এখানকার একজন ফোন দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।'
সিবি/এডিবি