ন্যাভিগেশন মেনু

দাউদকান্দিতে নিজের ছেলেকে অপহরণ, মা-সহ গ্রেপ্তার ৪


কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে মা কর্তৃক তার তৃতীয় শ্রেনি পড়ুয়া ছেলে মোঃ রোমানকে (৮) অপহরণের অভিযােগ পাওয়া গেছে। রোমান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) এ ঘটনায় মা-সহ জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রোমানকে ঢাকায় পরিচিত এক আত্মীয়ের বাসায় রেখে দাউদকান্দি থানায় একটি অপহরণ মামলা করেন মা রুনা আক্তার।

মামলায় উল্লেখ করা হয়, তার সন্তানকে অপহরণ করেছে অজ্ঞাত লোকজন। এছাড়া অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

মামলার বিবরন ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়ার ছেলে রোমানকে কে বা কারা অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে মর্মে গত ৯ ফেব্রুয়ারি দাউদকান্দি থানায় মামলা করেন মা রুনা আক্তার। পরদিন ১০ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এসে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদের কাছে পুলিশের সহযোগিতায় সন্তান উদ্ধারের অনুরোধ করেন।

এ সময় পুলিশ সুপারের নির্দেশে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কুমিল্লা ডিবি পুলিশের এসআই পরিমল, দাউদকান্দি থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদসহ একদল পুলিশ অভিযানে নামে। পরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাসহ একাধিকস্থানে  অভিযান শেষে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আপন বাস কাউন্টার সংলগ্ন নুসরাত জাহানের মালিকানাধীন বাড়ি থেকে অপহৃত রোমানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোমানের মা রুনা আক্তার, মামী নুসরাত জাহান, ফুফা স্বপন মিয়া, খালা নাসরিন আক্তারকে গ্রেপ্তার করে গতকাল বুহস্পতিবার আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সিবি/এডিবি