ন্যাভিগেশন মেনু

দিল্লিতে আছে মাত্র ১০০টি আইসিইউ বেড, কেন্দ্রকে কেজরিওয়াল


করোনার লড়াইয়ে জিততে রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর রাজ্যের করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে জানালেন যে, হাসপাতালগুলিতে মাত্র ১০০টি আইসিইউ বেড খালি রয়েছে।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন কেজরিওয়াল। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে যে সাহায্য পেয়েছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেন কেজরিওয়াল। শাহকে দিল্লির হাসপাতালগুলির পরিস্থিতির কথা জানান। দিল্লির হাসপাতালগুলিতে কীভাবে বেডের অভাব প্রকট হয়ে উঠেছে তাও তুলে ধরেন। আর মাত্র একশোরও কম বেড খালি রয়েছে। সেই সঙ্গে হাসপাতালগুলিতে অক্সিজেনেরও অভাব দেখা দিচ্ছে।

সংবাদিকদের সঙ্গে এক ভারচুয়াল বৈঠকে কেজরিওয়াল আরও জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হাসপাতালগুলিতে প্রায় ১০ হাজার বেড রয়েছে। কিন্তু তার মধ্যে মাত্র ১৮০০ বেড করোনা রোগীদের জন্য বরাদ্দ।

এই পরিস্থিতিতে অন্তত ৭ হাজার বেড করোনা রোগীদের জন্য বরাদ্দের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, তাঁরা অক্সিজেন সুবিধা যুক্ত ৬ হাজার বেড প্রস্তুত করছেন।

ইতিমধ্যেই কিছু স্কুল, কমনওয়েল্থ গেমস ভিলেজ এবং যমুনা স্পোর্টস কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য বেড তৈরি করেছেন।

এদিকে কেন্দ্রের কাছে কেজরিওয়ালের সহায্য প্রার্থনাকে কটাক্ষ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেজরিওয়ালকে ট্যাগ করে খোঁচা দিয়ে লিখেছেন, “রায়তা যা ছড়ানোর ছড়িয়ে ফেলেছি। এবার আমাকে বাঁচান মোদিজি।

এস এস