ন্যাভিগেশন মেনু

দিল্লির আদালতে সন্ত্রাসীদের হামলা, নিহত ৩


ভারতের দিল্লির একটি আদালতের অভ্যন্তরে বন্দুকযুদ্ধে একজন গ্যাংস্টারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এনডিটিভি জানান, একটি ভিডিওতে গুলির শব্দ শোনা যায় এবং পুলিশ এবং আইনজীবীদের ঝগড়ায় দেখা যায়। প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানা গেছে।

উত্তর দিল্লির রোহিনীতে আদালত ভবনের ভেতরেই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যরা গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে দুজন হামলাকারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের আদালতে নিরাপত্তাকর্মীরা গুলি করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েকটি ফৌজদারি মামলায় জড়িত এবং তিহারের জেলে থাকা কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে যখন আদালতে হাজির করা হচ্ছিল যখন প্রতিদ্বন্দ্বী 'টিল্লু গ্যাং' এর সদস্যরা আইনজীবীদের পোশাক পরে আদালতে প্রবেশ করে এবং গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোগী।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন, 'প্রতিদ্বন্দ্বী দলের দুই সদস্য আদালতের ভেতরে জিতেন্দ্র গোগীকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ তখন পাল্টা গুলি চালিয়ে ওই দুই হামলাকারীকে হত্যা করে।'

তিনি বলেন, 'পুলিশ দ্রুততার সঙ্গে গুলি চালিয়ে উভয় হামলাকারীকে হত্যা করে। এতে গোগীসহ মোট তিনজন মারা যায়।'

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা বিঘ্ন ঘটে।

গোগী এবং টিল্লু গ্যাং বহু বছর ধরেই এক অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছিল। তাদের সংঘর্ষে ২৫ জনেরও বেশি লোক মারা গেছে।

গোগীকে গত বছরের মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল।

এডিবি/