ন্যাভিগেশন মেনু

দুর্বৃত্তদের হাতে পল্লি চিকিৎসক খুন


স্ত্রীর মামলায় পালিয়ে থাকতে সিলেট নগরে এসে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন পল্লি চিকিৎসক রেজাউল করিম হায়াত (৫০)। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর আবাসিক হোটেলের পেছনে মরদেহ ফেলে রাখে ।

সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের বোন মিনা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চিকিৎসক হায়াত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাছাদেক উত্তর রাজনগর গ্রামের চেরাগ আলীর ছেলে। তিনি একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে।

ওসি এসএম আবু ফরহাদ বলেন, হত্যার রহস্য উন্মোচনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছি। ওই রাতে (২৯ জানুয়ারি) নগরের লালবাজার হোটেল এমদাদিয়ায় এসে ১১টা ৫৯ মিনিটে দোতলার ২০২ নম্বর কক্ষ ভাড়া করেন। পরদিন ৩০ জানুয়ারি সকাল সন্ধ্যা বিদ্যুৎ ছিল না। যে কারণে ভিডিও ফুটেজও তথ্য মিলছে না। কিন্তু হত্যার পর মরদেহ ফেলা হয় পার্শ্ববর্তী মোহাম্মদিয়া হোটেলের পেছনে। ফলে ঘটনার পর আটক মোহাম্মদিয়া হোটেলের ম্যানেজার আবদুর রউফ চৌধুরী, সহকারী ম্যানেজার শামীম এবং হোটেল কর্মচারী দেলোয়ার ও ফরিদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টতা না পাওয়াতে ছেড়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তবে আর কোনো মামলা ছিল কিনা, খতিয়ে দেখতে হবে।

নিহত রেজাউল করিমের বাম কানের নিচে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে পিবিআই বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

সিবি/ওআ