NAVIGATION MENU

দেখা মিলল দেড় মণের বাঘাআইড়


মৌলভীবাজারের বড়হাট এলাকায় শুক্রবার ঘটলো এক বিরল ঘটনা। সেখানে স্থানীয় বাসিন্দা শিবলু মিয়ার জালে ধরা পড়েছে দৈত্যকার দেড় মণ ওজনের একটি বাঘাআইড়। সদরাচর এমন বাঘাআইড় খুব কম মানুষই দেখেছে।

এ ঘটনা লোক মুখে জানা-জানির পর থেকেই সেখানে এ মাছ দেখতে তোলপাড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই মানুষের ঢল নেমে আসে বড়হাটে।

এ ব্যাপারে শিবলু মিয়া জানান, শখ করে প্রায়ই বাড়ির কাছ দিয়ে চলে যাওয়া মনু নদে মাছ ধরতে যান তিনি। জাল দিয়ে মাছ ধরেন তিনি। তাঁর জালে উঠে আসে রিটা, ছোট আইড়, বাটাসহ বিভিন্ন ধরনের মাছ।

তবে শুক্রবার রাতে মাছ ধরতে গেলে রাত ১১টার দিকে তিনি টের পান, জালে বড় কিছু আটকা পড়েছে। প্রথমে ধারণা করেছিলেন, শক্ত কোনো কিছুতে জাল আটকে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি নিশ্চিত হন—অন্য কিছু নয়, এটি বড় আকারের কোনো মাছ।

এরপর তিনি তাঁর সঙ্গীদের নিয়ে জাল টেনে নৌকার ওপর তোলার পর দেখেন, জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক মাছ। মাছটির ওজন প্রায় ৬৫ কেজি।

শিবলু মিয়া বলেন অনেক দিন ধরেই এ নদীতে মাছ ধরছি এর আগে কখনো এত বড় মাছ আমার জালে ধরা পড়েনি। এটাই আমার জালে ধরা প্রথম বড় বাঘাইড় মাছ।

এরপর শনিবার সকালে ৯০০ টাকা কেজি দরে একজন পাইকারের কাছে মাছটির বেশির ভাগ অংশ বিক্রি করে দেন মনু শিবলু মিয়া। বাকিটা নিজেদের খাওয়ার জন্য রেখে দেন।

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট

এমআইআর / এস এস