ন্যাভিগেশন মেনু

দেশের তিন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে


দেশের তিন জেলা নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের উপর দিয়ে যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং ঢাকা,ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ ও রংপুর ও খুলনা বিভাগের অন্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়াও সীতাকুণ্ড, রাঙামাটি,কুমিল্লা, ফেনি,সন্দীপ ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ বিষয়ে রবিবার (৩১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘১ ফেব্রুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকতে পারে তবে, ২ ও ৩ ফেব্রুয়ারি থেকে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

ওয়াই এ/এডিবি