ন্যাভিগেশন মেনু

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও  চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ, হালকা থেকে মাঝারী ধরণের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উত্তারাংশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবিবার (৩০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে  আরও বলা হয়েছে, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে।

লুঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এস এ/এডিবি/