ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৪২৭১


করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে অস্বাভাবিক হারে। মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১১২ জন। যা এখন পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৪৯৭ জনে পৌঁছালো। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ২৩ হাজার ২২১ জনের দেহে।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।

এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন। 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৭৫ জন পুরুষ, ৩৭ জন নারী।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত বছরে ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এমআইআর/এডিবি/