ন্যাভিগেশন মেনু

দেশে করোনা সংক্রমণ: একদিনে শনাক্ত ৩৬৫৮, মৃত্যু ১০২


সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে।

একইসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৫৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছালো ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।

এটিই বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত দু'দিন দেশে করোনায় মারা যায় ১০১ জন করে।

করোনাভাইরাস নিয়ে রবিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমআইআর/এডিবি/