ন্যাভিগেশন মেনু

নওগাঁয় চিকিৎসকের অবহেলায় প্রতিবন্ধীর মৃত্যুর অভিযোগ


নওগাঁয় চিকিৎসকের অবহেলায় আলহাজ (৩০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে রোগীর পরিবার।

সোমবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে নওগাঁয় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

আলহাজ জেলার বদলগাছী উপজেলার বাঁশপুর গ্রামের গোলজার রহমানের ছেলে।

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সার্জারি বিভাগে ভর্তি হন প্রতিবন্ধী আলহাজ। পরদিন সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জন ডা. মুক্তার হোসেন পাইলসের অপারেশন করেন। এরপর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সার্জারি বিভাগের ১৫ নম্বর বেডে তাকে রাখা হয়। তবে অপারেশনের পর থেকে রোগীর রক্ত বন্ধ হচ্ছিলো না। রক্ত বন্ধ না হওয়ায় এক সময় রক্তশূন্যতায় সোমবার সকাল ৭টার দিকে প্রতিবন্ধী আলহাজ মারা যান। রক্তশূন্য হয়ে মারা যাওয়ায় এটি চিকিৎসকের অবহেলায় মারা গেছে বলে মনে করছেন তারা।

বিষয়টি জানতে চাইলে ডা. মুক্তার হোসেন বলেন, 'এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের কোনো কিছু জানান থাকলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করেন।'

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মৌমিতা জলিল জুলি বলেন, 'রোগীদের অপারেশনের আগে তার স্বজনদের কাছ থেকে বন্ড স্বাক্ষর নেওয়া হয়। অপারেশনের সময় কোনো ধরনের অঘটন ঘটলে ডাক্তার বা সেবিকা কোনো ভাবেই দায়ী নয়। তারপরও রোগী কিভাবে মারা গেছে সে বিষয়ে আলোচনা করে দেখবো।'

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইদুর রহমান বলেন, 'এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। মৃত্যুর ব্যাপার তো মানুষের হাত নাই। অপারেশনের আগে রোগীর স্বজনদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।'

বিএআর/এসএ/এডিবি/