ন্যাভিগেশন মেনু

নওগাঁয় জনপ্রিয় হচ্ছে মাচায় লাউ চাষ


নওগাঁয় ধান চাষের পাশাপাশি চাষীরা এখন নানান জাতের সবজিসহ মাচায় লাউ চাষ শুরু করেছে। সহজ পদ্ধতি এবং গাছের গুনগত মান ভালো থাকায় ফলন বেশি পেয়ে চাষীদের কাছে এখন মাচা পদ্ধুতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উন্নত জাতের বীজ চাষীরা হাতে পাওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় প্রতি মাসেই গাছের ডগায় ডগায় নানান রকম লাউ ঝুলছে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাচা পদ্ধতিতে লাউ চাষ লাভজনক হওয়ায় রাণীনগরে জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় ২০টির মতো মাচায় লাউ চাষ পদ্ধতি গড়ে উঠেছে। আমরা সরাসরি চাষীদেরকে আগ্রহী করে তোলার লক্ষে সার্বিক পরামর্শসহ উন্নত জাতের বীজ দিয়ে সহযোগিতা করছি। এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় চাষীরা লাভবান হচ্ছে। প্রায় প্রতি মাসেই এই লাউ গাছে ধরে। কীটনাশকমুক্ত লাউ হওয়ায় বাজারে বিক্রির কোনো সমস্যা না হওয়ায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

বিএআর/এমআইআর/এডিবি