ন্যাভিগেশন মেনু

নন্দীগ্রামে পুনর্গণনা করা হবে না


মমতা বন্দ্যোপাধ্যায় যে আসনে হেরে সেই নন্দীগ্রামে ভোট পুণ:র্গণনার দাবি জানানো হয়েছিল। কিন্তু ভোট পুণ:গণনা করা হবে না বলে জানিয়ে দিলেন রিটার্নিং অফিসার।

গণনায় কারচুপির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন,''গোটা রাজ্যের সঙ্গে একটা বিধানসভা কেন্দ্রের ফলাফলের ফারাক হতে পারে! এটা সম্ভব? না। ওরা সারভায়লেন্স বন্ধ করে দিয়েছিল প্রায় ৩ ঘণ্টা।

ওরা জয়ী ঘোষণা করার পর অন্য কথা বলছে। লুঠিং ইজ গোয়িং অন। চিটিং ইজ গোয়িং অন। উই উইল ফাইল কোর্ট কেস।''আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন মমতাও । বলেন,'আমি কোর্টে যাব। খবর আছে জেতা অ্যানাউন্স করার পর কারচুপি হয়েছে। সেগুলি খুঁজে বের করব।''

ডিস্ট্রিক ইনফরমেশন অফিসার জানান, ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী । মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন।

ফলাফলেই স্পষ্ট প্রাপ্ত ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী । তার পরই পুনর্গণনার দাবি তোলে তৃণমূল কংগ্রেস। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি করেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান।

রিটার্নিং অফিসার জানান, পোস্টাল ব্যালট ২৪৮৬। পুণ:গণনা হলে তার প্রভাব পড়বে না। অন্যান্য রাউন্ডে গণনা সম্ভব নয়। প্রতিটা রাউন্ডের শেষে সই করেছিলেন তৃণমূল এজেন্ট। তখন অসন্তোষের কথা জানাননি। পুনগর্ণনা দেওয়া সম্ভব নয়।

রিটার্নিং অফিসারের সঙ্গে বিতণ্ডা শুরু হয় তৃণমূল কর্মীদের। রিটার্নিং অফিসার জানিয়ে দেন, কারচুপির প্রমাণ নেই। তখন তৃণমূল প্রশ্ন তোলে, বিষয়টি খতিয়ে না দেখে কীসের ভিত্তিতে এটা বলছেন?

পর্যবেক্ষকের চাপে রিটার্নিং অফিসার অনড় মনোভাব নিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূলের। চূড়ান্ত নথিতে আপত্তি জানিয়ে সই করেছে তৃণমূল। আগামী দিনে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে তারা।

এস এস