ন্যাভিগেশন মেনু

নাটোরে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান


করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযান পরিচালনা করে ৪০ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, “মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। শাস্তি কোন কার্যকর ব্যবস্থা নয়। সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা করা সম্ভব।”

তিনি বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানকে সামনে রেখে পুরো জেলায় অভিযান চালানো হবে। আমরা বিশ্বাস করি, প্রথম ওয়েভের মতো দ্বিতীয় ওয়েভে আমরা করোনা মোকাবেলায় সক্ষম হবো।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই নাটোর শহরের বিভিন্ন প্রবেশদ্বারে অভিযানে মাস্ক ছাড়া কাউকে শহরে ঢুকতে দেয়নি পুলিশ।

কে আর/ এস এ /এডিবি