ন্যাভিগেশন মেনু

নারদকাণ্ড মামলায় কলকাতার সাংসদ ফিরহাদ আটক


ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতার তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার এই প্রাক্তন মেয়রকে আজ সোমবার সকালে তার বাড়ি থেকে সকাল ৯টা নাগাদ তাকে  গ্রেপ্তার করে।

আটক হওয়ার পর  বাড়ি থেকে বের সময়  ফিরহাদ হাকিম বলেন, আমাকে গ্রেপ্তার করা হলো নারদ মামলায়। আমাকে সিবিআই গ্রেপ্তার করেছে। ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অতি বিশ্বস্তভাজন।

এছাড়া আজ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই কর্মকর্তারা কার্যক্রম শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও সিবিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

ফিরহাদকে বাড়ির বাইরে নিয়ে যেতেই তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কথা কাটাকাটিও হয়। পরে ফিরহাদ তাদের শান্ত করেন।

এস এস