ন্যাভিগেশন মেনু

নিজেদের যোগ্যতায় বিশ্ব বাণিজ্যে জায়গা করে নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর


সময় নষ্ট না করে দ্রুত নিজেদের সক্ষমতা ও যোগ্যতা দিয়ে বিশ্ববাণিজ্যে জায়গা করে নেওয়ার সুযোগ এসেছে, আর এই সুযোগ কাজে লাগানোর জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং রিসার্স অ্যান্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) যৌথ আয়োজনে জুম প্ল্যাটফর্মে ‘কভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কর্মশালায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মহামারি করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশও তা থেকে বিচ্ছিন্ন নয়। কভিড-১৯ শেষ হওয়ার পর আমরা ফের ঘুড়ে দাঁড়াবো। পরিবর্তিত ও প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে অনেক কিছু হবে।’

তিনি  আরও বলেন,  ‘সর্বাধিক গুরুত্ব দিয়ে এ টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ প্রথম এফটিএ স্বাক্ষর করবে ভুটানের সঙ্গে। এর পর পর্যায়ক্রমে বেশ কিছু দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করবে। ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা অনেক এগিয়ে গেছে।’

টিপু মুনশি বলেন, ‘দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত ঘুড়ে দাঁড়াচ্ছে। এছাড়া দেশের আইটি, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক, বৈদ্যুতিক সামগ্রী রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সরকার আন্তরিকতার সঙ্গে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন,  ‘বাণিজ্য মন্ত্রণালয় অতিসম্প্রতি এক্সপোর্ট কম্পেটেটিভনেস ফর জবস ইসিফোরজে প্রকল্পের আওতায় দুটি টেকনোলজি সেন্টার গড়ে তোলার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।’

বাণিজ্যমন্ত্রী জানান, ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ আসতে পারে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ সরকার সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।’

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

এছাড়া অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন–অনুষ্ঠানের গেস্ট অব অনার বিল্ড-এর চেয়ারম্যান আবুল কাশেম খান এবং ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট সামস মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন–দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. মো. আবু ইউসুফ।

ওয়াই এ/ এডিবি