ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে পুলিশ ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১


পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ময়দানদিঘী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পঞ্চগড়-বোদা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন মেহেরপুরের ভোমরদহ উপজেলার জোড় পুকুরিয়া ইউনিয়নের গাংনীর মৃত মোকাদ্দেস বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন - তেঁতুলিয়া উপজেলার শালবাহান জগিগঞ্জ এলাকার সফিউল ইসলামের ছেলে নুরুল ইসলাম, বোদা উপজেলার ময়দানদীঘি ঝাকুয়া পাড়া এলাকার সজর আলী ছেলে ফজলুর রহমান, একই এলাকার জফিউদ্দিনের ছেলে বাবুল হোসেন, দুই পুলিশ সদস্য মোরশেদ ও এরশাদ হোসেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সিসি ক্যামেরার সেটিংয়ের কাজে নিয়োজিত ছিল জেলা পুলিশের পিকআপটি। এ সময় পিকআপের সাথে পঞ্চগড়গামী ট্রাক ও আরও দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চাপাপড়ে ট্রাকচালক মনোয়ার নিহত হয়। এবং পুলিশ ভ্যানে থাকা ২ পুলিশ সদস্য, পিকআপ চালক, মোটরসাইকেল আরোহীসহ ৫ জন আহত হয়।

পরে স্থানীয়ারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সিবি/এডিবি