ন্যাভিগেশন মেনু

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নাসির-অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা


ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় সাভার থানায় মামলার পর রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে।

সোমবার (১৪ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

রাতে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন - নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার বেলা ১২টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।

এর পর সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময় মামলার ২ নম্বর আসামি অমি এবং আরও তিন নারীকেও গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে ডিবি উত্তর বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ সংবাদমাধ্যমকে বলেন, জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ওই বাসায় অভিযানকালে বিদেশি মদ উদ্ধার করা হয়।

ওয়াই এ/এডিবি/