ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় আহত ২


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ( ১৬ ডিসেম্বর ) বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাদের (৩০) ও তার চাচাতো ভাই রফিকুল ইসলাম (২৮)।

জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মরহুম দবির উদ্দীনের ছেলে বাবুল হোসেনের বাড়ীর পূর্ব পার্শ্বে যাতায়াতের রাস্তা প্রতিবেশী মরহুম সুফি শাহাদাত হোসেনের ছেলে খলিলুর রহমান ও তার লোকজন মিলে মঙ্গলবার বন্ধ করে দেয়। এতে বাঁধা দিতে গেলে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দেরেম আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাদের ও তার চাচাতো ভাই রফিকুল ইসলামসহ হলদিবাড়ী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি  ফেরার পথে কাশিবাড়ী মোড়ে পাকা রাস্তায় পৌঁছালে প্রতিবেশী খলিলুর রহমান ও তার লোকজন মোটর সাইকেল গতিরোধ করে মারপিট করে। তাদের চিৎকারে এলাকার লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

 এ ঘটনায় মরহুম দবির উদ্দীনের ছেলে বাবুল হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করে।

সিবি/ওআ