ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে ৫ম দফা ভোট ১৭ এপ্রিল, শেষ দফা ২৯শে, ফলাফল ২ মে


ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ইতিমধ্যেই  চতুর্থ দফার ভোটপর্ব শেষ হয়েছে।  প্রথমদফা ভোট গ্রহণ করা হয় ২৭ মার্চ। এরপর দ্বিতীয় দফা ১ এপ্রিল, তৃতীয় দফা ৬ এপ্রিল এবং চতুর্থ দফা ভোটগ্রহণ করা হয় ১০ এপ্রিল।

এরপর পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর নির্বাচন ফলাফল ঘোষণা ২ মে।

প্রথম দফা- ২৭ মার্চ ভোট হয়েছে- পুরুলিয়া, বাঁকুড়া পার্ট ১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (পার্ট ১), পূর্ব মেদিনীপুরে (পার্ট ১)এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন।

 দ্বিতীয় দফা- ১ এপ্রিল ভোট হয়েছে- বাঁকুড়া পার্ট ২, পশ্চিম মেদিনীপুর পার্ট ২, পূর্ব মেদিনীপুর ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ১ এই সব জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচন।

তৃতীয় দফা: ৬ এপ্রিল, হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনা (পার্ট ২)এই সব জেলার ৩১টি কেন্দ্রে ভোট হয়।

চতুর্থ দফা: ১০ এপ্রিল ভোট হয়েছে-  উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি -এই সব জেলার ৪৪টি কেন্দ্রে নির্বাচন।

পঞ্চম দফা: ১৭ এপ্রিল, উত্তর ২৪ পরগনা ভাগ ১, নদিয়া ভাগ ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি -এই সব জেলার ৪৫টি কেন্দ্রে নির্বাচন।

ষষ্ঠ দফা: ২২ এপ্রিল, উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর- -এই সব জেলার ৪৩টি কেন্দ্রে নির্বাচন।

সপ্তম দফা: ২৬ এপ্রিল, মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর -এই সব জেলার ৩৬টি কেন্দ্রে নির্বাচন।

অষ্টম দফা: ২৯  এপ্রিল, মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, উত্তর কলকাতার -এই সব জেলার ৩৫টি কেন্দ্রে নির্বাচন।

অসমে তিনদফায় নির্বাচন। ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল হবে ভোট। কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি একদফায় ভোট। তিন রাজ্যেই ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।

 এসব ফলাফল বিশ্লেষণ করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি মনে করছে, ২০২১ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসবে। আর সেই লক্ষ্যে এই রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে কম করে ১৮০টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও এই রাজ্যের সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২১১টি আসনে। বিজেপি তিনটি আসনে। আর কংগ্রেস ৪৪টি এবং বামফ্রন্ট জিতেছিল ৩২টি আসনে।

নির্বাচন কমিশন জানিয়েছে,  অষ্টম দফায় (২৯ এপ্রিল) ভোট হবে ৩৫টি আসনে। মালদা পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।

সপ্তম দফা (২৬ এপ্রিল) ৩৬ আসনে। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।

ষষ্ঠ দফা (২২ এপ্রিল) ৪৩টি আসনে। নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর।

পঞ্চম দফা (১৭ এপ্রিল) ৪৫টি আসনে। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।  

 এস এস