ন্যাভিগেশন মেনু

পাঞ্জাবে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৮


ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ্যপানে ৩৮ জনের মৃত্যু হয়েছে৷ পাঞ্জাবের তিনটি জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ 

গত বুধবার রাত থেকে অমৃতসর, বাটালা ও তর্ন তরন জেলা মিলিয়ে বিষাক্ত মদ পান করে মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের৷ আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ৷

এর মধ্যে তর্ন তরন জেলায় মারা গেছে ১৩ জন, অমৃতসরে ১১ জন ও বাটালা জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে৷

পাঞ্জাবের ডিজিপি দীপঙ্কর গুপ্তা জানিয়েছেন, প্রথমে গত ২৯ জুলাই রাতে অমৃতসরের দুটি গ্রাম থেকে বিষাক্ত মদ পান করে ৫ জনের মৃত্যুর খবর আসে৷ তারপর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে৷ শুক্রবার রাতে তা বেড়ে ৩৮ হয়ে যায়৷

পুলিশ ইতিমধ্যে অমৃতসরের মুছাল গ্রাম থেকে বলবিন্দর কউর নামে একজনকে গ্রেপ্তার করেছে৷

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ঘটনায় দোষীদের কড়া শাস্তি হবে৷ একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাজ্যজুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালানোর জন্য৷

অমরেন্দ্র সিংহ শুক্রবার টুইট করেন, 'বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত পরিচালনা করবেন। সংশ্লিষ্ট জেলাগুলির এসএসপি এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা তাকে সহায়তা করবেন। দোষীদের রেহাই মিলবে না।'

স্থানীয বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশেই এলাকায় চোলাই মদের কারবার চলছে দীর্ঘদিন ধরে৷

এডিবি/